১।
ফজরের
নামাজের তাসবিহঃ
হুয়াল
হাইয়্যুল কাইয়্যুম।
অর্থঃ তিনি চির জীবিত ও চিরস্থায়ী।
২। জোহরের নামাজের তাসবিহঃ
হুয়াল আলিয়্যুল আজীম।
অর্থঃ তিনি শ্রেষ্ট্রতর অতি মহান।
৩। আছরের নামাজের তাসবিহঃ
হুয়ার রাহমানুর রাহীম।
অর্থঃ তিনি কৃপাময় ও করুনা নিধান।
৪। মাগরিবের নামাজের
তাসবিহঃ
হুয়াল গাফুরুর রাহীম।
অর্থঃ তিনি মার্জনাকারী ও করুণাময়।
৫। এশার নামাজের তাসবিহঃ
হুয়াল্ লাতিফুল খাবীর।
অর্থঃ তিনি পাক ও অতিশয় সতর্কশীল।
- সুবহানাল্লাহ – ৩৩ বার
- আলহামদুলিল্লাহ – ৩৩ বার
- আল্লাহু আকবার – ৩৪ বার